Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত একটি কৃষি সম্প্রসারণ সংক্রান্ত সেবা দানকারী সরকারি প্রতিষ্ঠান। অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার জাতীয় সংসদ ভবনের পূর্ব দিকে কৃষি খামার সড়কের পাশে অবস্থিত।এই প্রতিষ্ঠানটি সমগ্র বাংলাদেশে সব শ্রেণির কৃষকদের কৃষি সম্প্রসারণ সেবা প্রদান করে। অধিদপ্তরের জাতীয় পর্যায়ে, অঞ্চল তথা বিভাগীয় পর্যায়ে, জেলা, উপজেলা এবং তৃণমূলে কৃষি ব্লক পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামো বিস্তৃত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল প্রশাসনিক এবং সাধারণ কার্যক্রমের নির্দেশনা কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় মহাপরিচালক কর্তৃক পরিচালিত হয়। অধিদপ্তরের কার্যক্রম মূলত ৭টি উইং এর মাধ্যমে পরিচালিত হয়। এগুলোর মধ্যে সরেজমিন, খাদ্য শস্য, অর্থকরী ফসল, প্রশিক্ষণ ও উদ্ভিদ সংরক্ষণের উইং-এর পরিচালনার দায়িত্বে আছেন একজন করে পরিচালক। প্রশাসন ও পার্সোনেল উইং এবং পরিকল্পনা ও মূল্যায়ন উইং পরিচালনা করেন একজন করে অতিরিক্ত পরিচালক। এছাড়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ১৩টি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট রয়েছে যার মাধ্যমে ইনসার্ভিস প্রশিক্ষণ, কৃষক প্রশিক্ষণসহ কৃষি ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয়। বিভাগীয় ও আন্ত:বিভাগীয় কর্মকর্তা/ কর্মচারী এবং কৃষক/এনজিও কর্মীদের প্রশিক্ষণ কোর্স পরিচালনাসহ জাতীয় পর্যায়ের সম্প্রসারণ, গবেষণা, সিম্পোজিয়াম, সেমিনার ইত্যাদি কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা)/প্রাক্তন সার্ডি এর মাধ্যমে আয়োজন করা হয় । প্রতিষ্ঠানটি গাজীপুরে অবস্থিত।  এছাড়াও উদ্যান ফসলের উৎপাদন ও বিস্তারের লক্ষ্যে মানসম্মত চারা/কলম/বীজ উৎপাদন, জাত সংগ্রহ ও জার্মপ্লাজম সংরক্ষণ এবং প্রশিক্ষণের জন্য দেশে ৭৩টি হর্টিকালচার সেন্টার রয়েছে।  দেশ/বিদেশের মারাত্মক রোগ-বালাই, পোকা-মাকড়, উদ্ভিদ আগাছাসহ অন্যান্য ক্ষতিকারক বীজের আগমন নিয়ন্ত্রণ/ রোধ করার জন্য রয়েছে ১২টি সংগনিরোধ কেন্দ্র। তৃণমূল পর্যায়ে সব ধরণের কৃষকদের কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের জন্য রয়েছে ১২,৮৪০ টি ব্লক, যার দায়িত্বে নিয়োজিত আছেন একজন কৃষি ডিপ্লোমাধারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা ।