Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

উপজেলার পরিকল্পনা

        মুরাদনগর উপজেলায় ভূমি শ্রেনী পর্যালোচনা করে দেখা যায় যে,এ উপজেলায় মধ্যম নীচু জমির পরিমান তুলনামূলকভাবে বেশী। এ কারনে বর্ষা মৌসুমে এসব জমি প্রায় ১ ফুট থেকে ৩/৪ ফুট পর্যন্ত পানির নীচে তরিয়ে যায়। এই জমিতে সুদীর্ঘ কাল ধরে এখানে স্থানীয় গভীর পানির বোনা আমনের চাষাবাদ হয়ে আসছে। ২০১৮-১৯ বছরে মুরাদনগর উপজেলার গভীর পানির বোনা আমনের আওতায় জমির পরিমান হচ্ছে ৯৮১১ হেঃ যেখানে ২০১৯-২০ বছরে বোনাআমন ধানের আওতায় জমির পরিমান ছিল ৬৯৫০ হেঃ।

২০১৫-১৬ ইং থেকে ২০১৯-২০ ইং পর্যন্ত এই পাঁচ বছরের মৌসুমী বৃষ্টিপাত ও বন্যার প্রকোপতা পর্যারোচনা করে দেখা যায় যে,এতদ অঞ্চলে বন্যার প্রকোবত্ াধীরে ধীরে কমছে এবং একটানা মৌসুমী বৃষ্টিপাতের দরুণ সাময়িক জলাবদ্্যধতার পরিমানও কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন জনিত এ কারন ছাড়াও স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হওয়ায় খরিপ-১/২০২০-২১ মৌসুমে ৯৭৫০ হেঃ আউশ আবাদের পরিকল্পনা রয়েছে। তাছাড়া বন্যা ও সাময়িক জলা বদ্ধতার ব্যাপকতা কমে যাওয়ায় আউশ,রোপা আমন,বোরো,গম, সরিষা ফসলের আবাদ বৃদ্ধির সুযোগ রয়েছে।               

        এছাড়া প্রতিটি বসত বাড়ীতে সকল মৌসুমেই ১/২ শতক করে সাময়িক পতিত জমি থাকে। এলাকা ভিত্তিক বসতবাড়ীর কৃষানীদেরকে সংগঠিত করে প্রতিটি বসতবাড়ীর সাময়িক পতিত এসব জমিকে সারা বৎসরের সবজি উৎপাদনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা যায়। এটি নিশ্চিত  করতে পারলে একদিকে যেমন গৃহিনীরা নিজেদের বাড়ীর সবজির চাহিদা নিজেরা পূরণ করতে পারবে পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদাও পূরণ সম্ভব হবে।